পলাতক আ.লীগ নেতা শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার।

গ্রেপ্তার আলাউদ্দিন বেদন সন্দ্বীপ উপজেলা আ.লীগের সভাপতি। তিনি সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।নোয়াখালী হাতিয়ায় শ্বশুরবাড়ি থেকে এক পলাতক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আলাউদ্দিন বেদনকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তার সাথে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে পুলিশের একটি টিম। এসময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা আরো ১৫-২০ জন সহযোগী।

আটককৃত আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩নং ওয়ার্ডের হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন, আটককৃত আলাউদ্দিন বেদনকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *