পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন প্রত্যাখ্যান

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন চট্টগ্রামের পাঁচ মামলায় নামঞ্জুর করেছেন আদালত। মামলাগুলোর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের একটি মামলাও রয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এ জামিন শুনানি করেন।

চিন্ময় বর্তমানে কারাগারে আছেন। তাঁর আইনজীবীরা কোতোয়ালি থানায় দায়েরকৃত একাধিক মামলায় জামিনের আবেদন করেন। এসব মামলার মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগ।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে দেন বলে জানান সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি আইনি দল শুনানিতে অংশ নেয়।

শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এর আগে গত ১ জুলাই, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, চিন্ময়ের উসকানিতে ও নির্দেশনায় আইনজীবী আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন না মঞ্জুর হওয়ায় তাঁর সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। সেই সময়ের সংঘর্ষে আইনজীবী আলিফকে রাস্তায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

পরে নিহত আলিফের বাবা জামাল উদ্দিন চট্টগ্রামের কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে ৩১ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *