
প্রতীকি ছবি
গণমঞ্চ ডেষ্ক
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দক্ষিণ মিলনপুর এলাকার মো. খোরশেদ আলম এর পুত্র মো. সাইমন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সাইমন দীঘিনালা উপজেলা আল-কোরআন একাডেমির ছাত্র ছিল।
ঘটনার সুত্রে স্থানীয় লোকজনের নিকট থেকে জানা যায়, আজ বুধবার মাদ্রাসা ছুটির পর তাঁর ছোট ভাই সহ নদীর পাশে তাদের চাচার বাড়ীতে যাবার সময় ছোট ভাই সাইমের জুতা নদীতে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে সাইমন অসাবধানতা বসত নদীতে পড়ে যায় এবং স্রোতের কারণে সাতার না জানায় ডুবে যায়। ছোট ভাই সাইম লোকজন ডেকে জড়ো করলেও তাকে খুজেঁ না পাওয়া গেলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কে খবর দেন।
ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টার পর মাইনী ব্রিজের নিকটবর্তী এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পরে দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া সাথে কথা বললে তিনি জানান, ‘ আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। স্থানীয়দের সহায়তায় আমরা শিশুটির লাশ উদ্ধার করি।’