প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের নামে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদকসহ তিনজনের নামে মামলা হয়েছে। সেইসঙ্গে সিআইডিকে তদন্তের নির্দেশও দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এ আদেশ দেন আদালত।সম্প্রতি নজরুল ইসলাম নামে সংক্ষুব্ধ এক ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও এক গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আজ আদালত মামলা গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।

নজরুল ইসলাম তার আবেদনে উল্লেখ করেন, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক লেখা একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে।এ কাজটি একটি সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।তার অভিযোগে আরও বলা হয়, আসামিরা স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃত ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে ব্যঙ্গাত্মক কার্টুন ছেপে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *