প্রযুক্তিগত ত্রুটির কারণে মিয়ানমার আকাশপথ থেকে ফিরে এলো বিমানের ব্যাংককগামী ফ্লাইট

ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করা বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে আজ (৬ আগস্ট) ঢাকা থেকে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর মাঝ আকাশ থেকে ফিরে এসেছে।

ফ্লাইটটিতে ১৪৬ জন যাত্রী ছিলেন। পরে যাত্রীদের অন্য একটি বিমানে করে গন্তব্যে পাঠানো হয়।

বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইট BG-388 আজ দুপুর ১২টা ৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করে। এটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ মডেলের একটি বিমান, যার ধারণক্ষমতা ১৭০ জন। কিন্তু মিয়ানমারের আকাশসীমা অতিক্রম করার সময় পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন অনুভব করেন এবং নিরাপত্তার স্বার্থে বিমানটি ঢাকা ফিরে আনার সিদ্ধান্ত নেন। ফ্লাইটটি দুপুর ১টা ২১ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানের জনসংযোগ বিভাগের ম্যানেজার আল মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ব্যাংককগামী ফ্লাইটটি প্রযুক্তিগত ত্রুটির কারণে এক ঘণ্টার মধ্যে ঢাকা ফিরে আসে। প্রকৃত কারণ খতিয়ে দেখছে ইঞ্জিনিয়ারিং বিভাগ।”

যাত্রীদের বোয়িং ৭৭৭ মডেলের একটি বিকল্প বিমানে স্থানান্তর করা হয়, যা সন্ধ্যা ৬টা ২ মিনিটে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায়।

বিমান সূত্রে আরও জানা গেছে, এই ফ্লাইটে ব্যবহৃত বিমানটির ইঞ্জিনে পূর্বে থেকেই সমস্যা ছিল এবং তা দীর্ঘদিন ধরে মেরামতের জন্য গ্রাউন্ডেড ছিল। সোমবার (৫ আগস্ট) ঢাকা-সিলেট-ঢাকা রুটে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়, যা সফল মনে হওয়ায় ব্যাংককের ফ্লাইটে এটি ব্যবহার করা হয়। তবে আজ আবার একই সমস্যা দেখা দেয়।

গত দুই মাসে বিমানের অন্তত ১২টি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বিত হয়েছে বলে জানা গেছে, যা বিমানবহরের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *