ফরিদপুরে -১০ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদপুর, ২৭ জুলাই ২০২৫:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ এর একটি বিশেষ অভিযানে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি অশান্ত হাওলাদার (৩৬) গ্রেফতার হয়েছে।

র‍্যাব-১০ এর মিডিয়া উইং সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ জুলাই রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত অশান্ত হাওলাদারের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় ২০১৭ সালের জিআর মামলা নং-৩২৩/১৭; ধারা- ১৯(১) এর ৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুযায়ী সাজা পরোয়ানা জারি ছিল।

তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বেলেশ্বর এলাকার লব হাওলাদারের পুত্র।

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *