ফরিদপুর, ২৭ জুলাই ২০২৫:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি বিশেষ অভিযানে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি অশান্ত হাওলাদার (৩৬) গ্রেফতার হয়েছে।
র্যাব-১০ এর মিডিয়া উইং সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ জুলাই রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত অশান্ত হাওলাদারের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় ২০১৭ সালের জিআর মামলা নং-৩২৩/১৭; ধারা- ১৯(১) এর ৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুযায়ী সাজা পরোয়ানা জারি ছিল।
তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বেলেশ্বর এলাকার লব হাওলাদারের পুত্র।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।