ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) তাদের সাম্প্রতিক মূল্যায়নে গাজায় ভয়াবহ মানবিক সংকটের নতুন মাত্রা উন্মোচন করেছে। সংস্থাটি জানিয়েছে, অনেক ফিলিস্তিনি এখন এতটাই দুর্বল যে খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা নিতে নির্ধারিত স্থানগুলোতে হেঁটে যেতে পারছে না।
ডিআরসি’র গাজা কর্মসূচি সমন্বয়কারী বলেন, ‘আমরা এমন পরিবার পেয়েছি যেখানে সদস্যরা কয়েক দিন ধরে কিছু খায়নি। তাদের পায়ে দাঁড়ানোর শক্তি নেই। বিশেষ করে বয়স্ক, শিশু এবং গর্ভবতী নারীদের অবস্থা সবচেয়ে ভয়াবহ।’
ইসরায়েলের নিষেধাজ্ঞা ও যুদ্ধের কারণে ডিআরসি’র মতো সংস্থাগুলোর কাজ ব্যাহত হচ্ছে। উত্তর গাজায় ৯০% পরিবার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।
পরিস্থিতির তাৎক্ষণিক উন্নতি না হলে, গাজার বেসামরিক জনগোষ্ঠী আরও বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলে সতর্ক করেছে দাতা সংস্থাটি।
সূত্র: আল জাজিরা।