বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই ঘোষণায় বিভিন্ন রাজনৈতিক দলের করা অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের কাজ শুরু হবে।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, বিএনপি জুলাই ঘোষণা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনের ঘোষণা স্বাগত জানায়।
তিনি বলেন, "এই ঐতিহাসিক ঘোষণা গণতান্ত্রিক রূপান্তরের পথকে সহজ করবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জুলাই ঘোষণায় যে সব অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নের মাধ্যমেই একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপদান শুরু হবে।"
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।