ফ্রি ইন্টারনেট ডে আজ: যেভাবে পাবেন ৫ দিন মেয়াদি ১ জিবি ডেটা

প্রধাণ উপদেষ্টার উদ্যোগে বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন সকল গ্রাহকরা

২০২৪ সালের ১৮ জুলাইয়ের দিবস ও ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তরর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দ।

গত বছর ১৭-১৮ জুলাই ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদ এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ (১৮ জুলাই) থেকে ৫ দিনের জন্য দেশের সব মোবাইল গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে দেশের সব মোবাইল অপারেটর এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

কেন এই উদ্যোগ?
২০২৪ সালের ১৭ জুলাই রাতে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সময় মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করা হলে দেশ প্রায় অন্ধকার হয়ে পড়ে। সেই ঘটনার এক বছর পূর্তিতে ইন্টারনেটের গুরুত্ব ও স্বাধীনতা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কিভাবে পাবেন ফ্রি ডেটা?
গ্রাহকরা নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করে ১ জিবি ফ্রি ডেটা পেতে পারবেন। নিচে কোডগুলো দেওয়া হলো:

  • গ্রামীণফোন: 1211807#
  • বাংলালিংক: 1211807#
  • রবি/এয়ারটেল: 41807#
  • টেলিটক: 1111807#

এই ডেটা ৫ দিন (১৮-২২ জুলাই) ব্যবহারযোগ্য হবে। বিটিআরসি ও সংশ্লিষ্ট অপারেটররা ইতিমধ্যে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের অবহিত করেছেন।

অপারেটরদের স্বতঃপ্রণোদিত অংশগ্রহণ
বিটিআরসির পরামর্শে দেশের সব মোবাইল অপারেটর স্বতঃপ্রণোদিত হয়ে এই উদ্যোগে সমর্থন দিয়েছে। এটি ইন্টারনেট সেবার প্রতি সাধারণ মানুষের অধিকার ও ডিজিটাল সুবিধা নিশ্চিত করার একটি পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন গত বছরের ইন্টারনেট বন্ধের ঘটনাকে স্মরণ করা হচ্ছে, তেমনি ডিজিটাল অন্তর্ভুক্তি ও নাগরিক অধিকারের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *