বগুড়া শাজাহানপুরে ছুরিকাঘাতে আহত আল আমিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আবু শিহাবুত তালহা, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্য দিবালোকে উপর্যপুরি ছুরিকাঘাতের ঘটনায় আহত আল আমিন (৩০) নামে যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত আল আমিন উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে দশ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, গত সোমবার সকালে নিজ বাড়ি থেকে আল আমিন ব্যবসায়িক উদ্দেশ্যে বগুড়া শহরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ১০-১২ জন দুর্বৃত্তরা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হইয়া হত্যার উদ্দেশ্যে তার ওপরে পৈশাচিক হামলা চালায়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।

এদিকে আহত আল আমিনের চাচা জাহিদ হাসান বাদী হয়ে কয়েকজন নামীয় ব্যক্তিকে বিবাদী করে শাজাহানপুর থানায় একটি লিখিত মামলা দায়ের করেন।

হাসপাতালের বেডে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকা আল আমিন সাংবাদিকদের জানান, “মামলা তুলে নে নইলে ২লক্ষ টাকা দে, আর না হলে জীবনাটা দিয়ে দে” এরকম হুমকি বার্তা দিয়েছিলো দুর্বৃত্তরা।

অবশেষে হামলার ৫ দিন অতিবাহিত হলে শনিবার ২ আগস্ট রাত সাড়ে দশ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলার এজাহার সূত্রে জানাযায়, পূর্বের জমি জমা সংক্রান্তর জের ধরে তারই প্রতিবেশী নুরুল ইসলাম ও তার দুই পুত্র আতিকুল ইসলাম এবং আল মাহমুদ তাদের পালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে আল আমিনকে হত্যার উদ্দেশ্যে তার পথ আগলিয়ে হকিস্টিক, রামদা, হাতুড়ি দিয়ে উপর্যুপরি ভাবে আক্রমণ চালায়। এসময় আহত আল আমিনের বাবা আফজাল হোসেন বাধা দিলে তার দুই পা ভেঙ্গে দেয় সন্ত্রাসী বাহিনী।

এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীদের হামলায় আহত ব্যক্তি আল আমিনের মৃত্যুর খবর পেয়েছি। তাকে হামলার ঘটনায় থানায় মামলা করা আছে এবং সেই মামলার সাথে হত্যা মামলার ধারা যুক্ত করে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *