বাণিজ্য চুক্তিতে ইইউ ও যুক্তরাষ্ট্র সমঝোতা, ১৫ শতাংশ শুল্ক আরোপ

গণমঞ্চ ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য চুক্তি করেছে। এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নের সব রপ্তানি পণ্যের ওপর শুল্ক থাকবে ১৫ শতাংশ। এর মধ্য দিয়ে বিশ্বের দুই বড় অর্থনৈতিক অংশীদারের মধ্যে মাসব্যাপী চলা অচলাবস্থার অবসান ঘটলো। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

পাঁচদিনের সফরে স্কটল্যান্ডে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে তার আলোচনা হয়। এক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে ইইউর পণ্যে ১৫ শতাংশ শুল্কের বিষয়ে দুইপক্ষ একমত হয়েছে। খবর বিবিসির

এর আগে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পণ্যে ৩০ শতাংশ আমদানি কর আরোপের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর শূন্য শতাংশ শুল্ক রেখে ইইউকে তার বাজার যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের জন্য উন্মুক্ত করতে হবে।

ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকান সামরিক উপকরণ ক্রয়সহ যুক্তরাষ্ট্রে ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়াবে। এছাড়া যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতেও তারা সাড়ে সাতশ বিলিয়ন ডলার ব্যয় করবে।

আগামী তিন বছরে আমেরিকান এলএনজি, তেল ও পরমাণু জ্বালানিতে বিনিয়োগের ফলে রাশিয়ার জ্বালানি শক্তির ওপর ইউরোপের নির্ভরশীলতা কমবে বলে উল্লেখ করেছেন ভন ডার লিয়েন। বলেন, কিছু নির্দিষ্ট রাসায়নিক পণ্য, কিছু কৃষি পণ্য এবং এয়ারক্রাফট ও এর পার্টসসহ কিছু পণ্যের ওপর কোনো শুল্ক দেওয়া হয়নি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *