ঢাকা, ২১ জুলাই ২০২৫:
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিধ্বস্তের ঘটনার পর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি মেডিকেল টিম গঠন করেছে।
দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের জরুরি স্বাস্থ্যসেবার জন্য এনসিপির স্বাস্থ্য শাখা ‘হেলথ উইং’-এর উদ্যোগে চিকিৎসকদের একটি দল দ্রুত কার্যক্রম শুরু করেছে।
মেডিকেল টিমের সদস্যরা হলেন:
- ডা. মো. আব্দুল আহাদ
হেড অব হেলথ উইং
📞 ০১৭৩৭১৪২৬৯৪ - ডা. মাহমুদা আলম মিতু
সমন্বয়ক, হেলথ উইং
📞 ০১৭১৫৬৪৮২২৪ - ডা. মো. ইউসুফ জামিল তিহান
সদস্য, হেলথ উইং
📞 ০১৭১২৭১৪১৬৮ - ডা. মনিরুজ্জামান
সদস্য, হেলথ উইং
📞 ০১৭৭০৫৯১৫২৯ - ডা. মারুফুল ইসলাম
সদস্য, হেলথ উইং
📞 ০১৭২৩৫৪১৭৬৭ - ডা. সাব্বির আহমেদ
সদস্য, হেলথ উইং
📞 ০১৮৮৬৫৮৫৯২৬
এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, “বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা, রক্তের ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তার জন্য আমাদের চিকিৎসকরা প্রস্তুত। জনগণের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।”
উল্লেখ্য, আজ সকালে রাজধানীর উত্তরায় একটি ফাইটার জেট বিধ্বস্ত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বাহিনী।