বিমান দুর্ঘটনায় হতাহতদের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিএনপি চেয়ারপারসন দলীয় নেতাকর্মীদের নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আহতদের জন্য রক্তদান করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন, যাঁরা বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিনিধি দলে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে একটি উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স বহর নিয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান। তার নেতৃত্বে উদ্ধারকারী দলটি প্রয়োজনীয় কার্যক্রমে অংশ নেয়।

পরে তারা উত্তরা মডার্ন হাসপাতালে আহতদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, বিমান দুর্ঘটনার পর থেকেই বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে ঘটনাস্থলে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *