চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসটি জাতিসংঘের অধীনস্থ বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়েও পরিবেশ ও জলবায়ু চরম সংকটের মুখে। তাই এই দিবসটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই দিবসের অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা-বৃক্ষ রোপণে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আওয়াজ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, চট্টগ্রামের অনলাইন দৈনিক আনন্দবার্তা এবং জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে আজ ২৮ জুলাই, সোমবার, সকাল ১১ টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ফৌজদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ১০০০টি বিলুপ্তপ্রায় খেজুর ও ঔষধি-বনজ-ফলজ গাছের চারা বিতরণ এবং মসজিদ সংলগ্ন কবরস্থানে খেজুর চারা ও ঔষধি-বনজ-ফলজ চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশ সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ১৪নং বাগোয়ান ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবি ও শিক্ষানুরাগী মো. জেবর মুল্লুক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট পরিবেশ সংগঠক ও বৃক্ষপ্রেমী মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন ফৌজদারপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা নুরুল আজিম সন্দ্বীপি।
প্রধান অতিথি বক্তব্যে জেবর মুল্লুক বলেন, পবিত্র কুরআন শরীফেও মহান আল্লাহ তায়ালা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা বলেছেন। বৃক্ষ নিয়ে পবিত্র কুরআন শরীফে অনেক আয়াত নাজিল হয়েছে এবং হাদিস শরিফেও অনেক বাণী রয়েছে। এছাড়াও প্রিয় নবীও বৃক্ষপ্রেমী ছিলেন। তিনি সব সময় বিশেষ করে খেজুর গাছ এবং নানা ধরনের ফল-ফুলের গাছ রোপণ করতেন – পরিচর্যা করতেন এবং সাহাবিদের বলতেন। নবী করিম (স.) সব সময় সাহাবীদেরকে বৃক্ষরোপণে উৎসাহ জোগাতেন। এছাড়াও তিনি বলেন, বৃক্ষরোপণ একটি ছদকায়ে জারিয়া। একদিকে বৃক্ষ রোপণের বেড়ে ওঠা গাছ থেকে প্রকৃতি যেমন উপকৃত হবে ঠিক তেমনি মানুষও উপকৃত হবে। বৃক্ষরোপণের কাজটি আমরা যত বেশি করা সম্ভব হবে তাতে একদিকে সওয়াবের পাল্লা ভারী হবে, অন্যদিকে পরিবেশেরও উন্নয়ন হবে। তিনি সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আকতার হোসেন নেজামী, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ মিনহাজুর রহমান, মো. নুরুল ইসলাম, মো. আবদুল মান্নান, মো. আসিফ, মো. মোসলেম উদ্দিন, মো. আশরাফুর রহমান, মোহাম্মদ আরিফ, আব্দুর রহমান, শফিউল আলম, নুরুল ইসলাম, শওকত আলী, মোহাম্মদ নাছির উদ্দীন, জাওয়াদুল করিম প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি ও উদ্বোধক এলাকার বৃক্ষ রোপণে আগ্রহী মানুষের মাঝে চারা বিতরণ করেন এবং মসজিদ সংলগ্ন কবরস্থানে সামনে একটি আমড়া চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।