আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর, যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এখন পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে ব্রাজিল। মাঠে সেলেসাওদের উপস্থিতির পাশাপাশি দেখা যায় গ্যালারিতে তাদের সমর্থকদের প্রাণবন্ত উল্লাস। এটি যেন বিশ্বকাপেরই অংশ হয়ে উঠেছে। তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেখা নাও যেতে পারে ব্রাজিলের উল্লাসমুখর দর্শকদের। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সমর্থকদের খেলা দেখা আটকে যেতে পারে ভিসা জটিলতায়।
সংবাদমাধ্যম দ্যা সানের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের কারণে ব্রাজিলীয় নাগরিকদের ভিসা পাওয়া কঠিন হতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপের সময়ও ব্রাজিলীয়দের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি রাখতে পারেন।
ওয়াশিংটনে সফররত ব্রাজিলীয় সিনেটরদের সীমিত মেয়াদের ভিসা দেওয়ার ঘটনা এ গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের খেলা গ্যালারি থেকে নয়, টিভি স্ক্রিনেই দেখতে হবে ব্রাজিলের সমর্থকদের।
বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা প্রত্যাশা সবসময়ই বেশি। যদিও ২০১৯ কোপা আমেরিকার পর আর কোনো বড় ট্রফি জেতা হয়নি। তবু তারকাসমৃদ্ধ দল নিয়ে স্বপ্ন দেখছে ব্রাজিলীয়রা। তাই সমর্থকদের মাঠে উপস্থিতি না থাকাটা ব্রাজিল দলের জন্যও হতাশার। অথচ ভৌগোলিক নৈকট্যের কারণে বিপুলসংখ্যক ব্রাজিলিয়ানের যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখার সম্ভাবনা আছে।
ফিফা এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে ফুটবল অঙ্গনে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে ইরানিদের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন। যদিও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া খেলোয়াড় ও কোচদের ওপর এ নিষেধাজ্ঞা প্রয়োগ হবে না।