বীর মুক্তিযোদ্ধা মন্টুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা মহসীন মন্টুর আত্মার মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর কেরানীগঞ্জের আমানউল্লাহ কনভেনশন সেন্টারে (কালিন্দী নদীর ঘাট সংলগ্ন) এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের একমাত্র পুত্র কনক মোস্তফা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সূর্যসিড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সালিম আহমেদ সালাম সভাপতিত্বেদোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিনজিরা ফেরিঘাট জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা ফরিদুজ্জামান।

অনুষ্ঠানে মরহুম মোস্তফা মহসীন মন্টুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সমাজসেবামূলক অবদান এবং মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *