দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সাবেক উপাচার্য ড. নজমুল আহসান কালিমুল্লাহকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ড. কালিমুল্লাহ আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে পরিচিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তিনি বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।