ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্রশিবির দায় নিবে না: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, অতীতে যারাই আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে, দিনশেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে। অতীত থেকে শিক্ষা নিন। এটা বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্রশিবির দায় নিবে না।

রবিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লেখেন, ছাত্রশিবিরকে নিয়ে ষড়যন্ত্র! অতীতে যারাই আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে, দিনশেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে। ২০২৪ সালের ১ আগস্ট জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে যে আও’য়ামী’লী’গ ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র ৫ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল।

তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিন। এটা বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্রশিবির দায় নিবে না।
পরিশুদ্ধ ছাত্ররাজনীতি করার আহবান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, আসুন ছাত্রসমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্ররাজনীতি করি, না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেয়া উচিত।

শিবিরের অবস্থান তুলে ধরে শিবির সভাপতি বলেন, ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না। হাসবুনাল্লাহ।

অন্যদিকে, একইদিনে সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম এক ফেসবুক পোস্টে বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের যেসব সদস্য বিভিন্ন অপকর্মে জড়িত ছিল, তাদের অতিসত্বর গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কোনো ন্যারেটিভ দাঁড় করিয়ে তাদের অপরাধকে স্বাভাবিক করার ঘৃণ্য ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *