নিজস্ব প্রতিবেদক
গতকাল ১৪ জুলাই সোমবার দুই শিশু সন্তান সহ মাকে গলা কেটে হত্যার প্রধান আসামী মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করেছে জেআরপি ও ভালুকা মডেল থানা পুলিশ।
নিহতরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের রফিকুল ইসলাম এর স্ত্রী ময়না বেগম (২৬), পুত্র নিরব (২) কন্যা রাইসা বেগম (৭)। ঘটনার সুত্রে জানা যায় রফিকুল ইসলাম তার স্ত্রী ময়না ও দুই সন্তান সহ তাঁর সহোদর ভাই নজরুল ইসলাম একসাথে ভালুকা মডেল থানা এলাকায় খাড়ুয়ালীর কাইয়ুম এর বাসায় ভাড়া থাকতেন।
নিহত স্বামী রফিকুল ইসলাম পাশের একটি পোশাক কারখানায় কাজ করতেন। কাজ থেকে ফিরে এসে ঘরে দরজা তালাবদ্ধ দেখতে পান। তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পান স্ত্রী ও সন্তানদের গলাকাটা লাশ বিছানায় পরে থাকেতে দেখেনে। তৎক্ষনাৎ ভালুকা মডেল থানা ফোন করলে পুলিশ এসে লাস ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
নিহত ময়না বেগম এর দেবর নজরুল ইসলাম এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে সন্দেহ করা হয়। কারণ ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। পরে আজ মঙ্গলবার জয়দেবপুর রেলওয়ে জংশন ফাড়ির ইনচার্জ নাদিরুজ্জামান এর সহায়তায় আসামী নজরুল ইসলামকে পালিয়ে যাওয়ার সময় রেল ষ্টেশন থেকে গ্রেফতার করা হয়।