মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য যুবদলের রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার):

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ভয়াবহ এই ঘটনায় জাতি শোকাহত। আহতদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও রাজনৈতিক দায়িত্ব। রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
নেতারা এই ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সরকারকে যথাযথ চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *