বাংলাদেশে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ খুব শিগগিরই ঢাকায় পৌঁছাবে বলে মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA)।
এই চিকিৎসক দলটি আহতদের অবস্থা মূল্যায়ন করবে এবং প্রয়োজনে ভারতে নিয়ে বিশেষায়িত চিকিৎসার পরামর্শ দেবে।
প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসা দলও পাঠানো হতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২১ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে অনুরোধ করে, যাতে দুর্ঘটনায় গুরুতর আহতদের জন্য ভারতে কী ধরনের চিকিৎসা সহায়তা প্রয়োজন, সে বিষয়ে তথ্য জানানো হয়।
মঙ্গলবার ভারতীয় হাইকমিশন জানায়, আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সমন্বয় তারা করবে।
এই যোগাযোগটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তারই ধারাবাহিকতা, যেখানে তিনি মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, “বাংলাদেশের পাশে ভারত সবসময় আছে এবং সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত, নিহতদের অধিকাংশই তরুণ শিক্ষার্থী। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”