মাধবপুরে চিহ্নিত মাদক কারবারি সাকিবসহ গ্রেপ্তার ৪, উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোররাতে মাধবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎সোয়াবই গ্রামের বাসিন্দা সাকিবের সঙ্গে আরও তিনজন- জুনাইদ, জাবেদ ও নয়নকেও ওই অভিযানে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় বিজিবির সরাইল-২৫ ব্যাটালিয়নের সদস্যরাও।

‎বিজিবি সূত্রে জানা যায়, সাকিবের কাছ থেকে ৮ কেজি গাঁজা, ৫ লাখ ৫০ হাজার টাকা, ফেনসিডিল, বিদেশি মদ, ৪টি মোটরসাইকেল, মোবাইল ফোন, ৩টি বল্লম ও একটি রামদা উদ্ধার করা হয়।

‎বিজিবি সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল জাব্বার এক প্রেস ব্রিফিংয়ে জানান, সাকিবের বিরুদ্ধে ১৫টিরও বেশি মাদক, অস্ত্র এবং চাঁদাবাজির মামলা রয়েছে। সীমান্ত এলাকায় তার একটি সক্রিয় অপরাধী চক্র রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *