মালয়েশিয়ার কুয়ানটান এলাকার ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটিএ) ১-এ একটি মাল্টিপারপাস যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়লে তিন বাংলাদেশি পুরুষ নিহত এবং আরও দুইজন আহত হন। দুর্ঘটনাটি ঘটে গতকাল (১ আগস্ট)।
নিহতরা হলেন চালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)।
কুয়ানটানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান আদলি মত দাউদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা কুয়ানটান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে যানটি সড়কের বাঁদিকে ছিটকে পড়ে।
আহত দুই যাত্রী হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)–কে চিকিৎসার জন্য তেঙ্কু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি এক বিবৃতিতে জানান।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং যানটির রোড ট্যাক্স গত মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়।