মোল্লাহাটে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

বাগেরহাটের মোল্লাহাটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় এসইডিপি প্রকল্পের অধীনে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (৪) আগষ্ট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা খুলনাঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. আনিস-আর-রেজা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা খুলনাঞ্চলের আঞ্চলিক উপপরিচালক মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যানবিদ ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওয়াহিদুর রহমান, বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান।

অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে খলিলুর রহমান ডিগ্রী কলেজের ১০ জন, লুৎফর রহমান বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের ১জন, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১জন, ডাঃ মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের ১জন, কাহালপুর আলিম মাদ্রাসার ৩ জন, নতুন ঘোষ বাতি আলিম মাদ্রাসার ৩ জন, কচুরিয়া বাজার হাজী সাবের মোল্লা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ২জন, দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন এবং গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের ১জন কৃতি শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *