কেরাণীগঞ্জ থেকে-
ঢাকার কেরানীগঞ্জে “রং তুলিতে আমার চোখে জুলাই” প্রতিপাদ্যে একটি ব্যতিক্রমধর্মী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে।
শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। তিনি বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে শিশু-কিশোরদের মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনা জাগাতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের ক্যানভাসে ফুটিয়ে তোলে ২৪-এর গণঅভ্যুত্থান, জুলুম-নিপীড়নের ইতিহাস এবং শহীদদের আত্মত্যাগের নানা দৃশ্য।
প্রতিযোগিতা শেষে সেরা ২০টি ছবি নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে কেরানীগঞ্জে ৬ শহীদদের স্মরণে উপজেলা চত্বরে ৬টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শহীদ পরিবারের ৬ জনকে ৪টি করে ফলজ ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, পল্লী উন্নয়ন অফিসার তাইবুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের আব্দুর সাত্তার বেগসহ আরও অনেকে।
এই আয়োজনে উপস্থিত অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণে মুগ্ধতা প্রকাশ করেন এবং নিয়মিত এমন আয়োজনে সমর্থনের আশ্বাস দেন।