ঢাকা, ২৯ জুলাই ২০২৫:
রাজবাড়ীর কালুখালী থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামী সজিব মন্ডল (২৩ -কে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২৮ জুলাই ২০২৫, বিকাল আনুমানিক ৪টায় কামরাঙ্গীরচর থানাধীন লোহার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার জানান, ৫ জুলাই ২০২৫ তারিখ রাত ১টার দিকে ভিকটিম (২৮) জরুরি প্রয়োজনে বাইরে বের হলে আসামী সজিব মন্ডল এবং তার সহযোগী নাহিদ মন্ডল পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের রুমে লুকিয়ে থাকে। পরে ভিকটিম ঘুমিয়ে পড়লে তারা তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে।
ঘটনার পর ভিকটিম নিজে ১৮ জুলাই ২০২৫তারিখে রাজবাড়ীর কালুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের গ্রেফতারে র্যাব-১০ এর সহায়তা চেয়ে একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।
র্যাব-১০ এর তৎপর অভিযানের মাধ্যমে অবশেষে মামলার মূল আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।