রাজশাহী- ৬ আসনে মানুষের কল্যাণে বাঘা চারঘাট জনসংযোগ করছেন আনোয়ার হোসেন উজ্জ্বল

মো নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আগামীর বাংলাদেশের রুপরেখা-রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত বাঘা চারঘাট জনসংযোগ করছেন । রাজশাহী- আসন বাঘা চারঘাট ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল বিএনপির প্রতি আস্থা মনোবল ও প্রতিশ্রুতি জনগণের ভরসা, উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে সাধারণ মানুষের।

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নিরলস প্রচেষ্টায় কাজ ও দলের প্রতি তার এমন ভালোবাসা দেখে সাধারণ মানুষ তাকে বুকে জড়িয়ে দিচ্ছেন অনুপ্রেরণা।

সাধারণ মানুষ অনেকই বলছেন, বিশিষ্ট ছাত্র নেতা ও সাবেক জেলা আহ্বায়ক যুবদলের রাজশাহী সমাজসেবক আনোয়ার হোসেন উজ্জ্বল একজন পরোপকারী মানুষ এক কথায় বলা যায় তিনি গরিবের বন্ধু, তিনি যেভাবে অসহায় অবহেলিত মানুষ গুলোর পাশে দাড়ায়, সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে, মসজিদ মাদ্রাসায় অনুদান দেয়, এতিম ছেলে-মেয়েদের পড়ালেখার ব্যবস্থা করে, অসুস্থ ব্যক্তিদের দেখাশোনা করে, গরীব পিতার বিবাহ যোগ্য কন্যার বিয়ের ব্যবস্থা করে দেন, তাতে নিঃসন্দেহে পুঠিয়া-দুর্গাপুর বাসীর জন্য তিনি গৌরবময়, সেবার মান বৃদ্ধি করতে আব্দুস সাত্তার বিএনপি’র মনোনয়ন পাওয়ার যোগ্য বলেও জানান তারা।

কাঁঠাল বাড়িয়া গ্রামের হাবিবুর রহমান বলেন,, মানব সেবা একটি মহৎ কাজ যা হৃদয়ের গভীরতা প্রকাশ করে, সেই প্রমাণ আবারও দিলেন আব্দুস সাত্তার, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ শেষে মাগরিব নামাজের পর হাড়িয়াপড়া মসজিদে এবং এশার নামাজের পর সায়বাড় গ্রামের মসজিদের সংস্কার কাজের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করেন। এবং বেলঘরিয়া গ্রামের অন্ধ নিরেনের চোখের চিকিৎসার জন্য ও মাড়িয়া গ্রামের ক্যান্সার আক্রান্ত আব্দুল রবের চিকিৎসার জন্য এবং সায়বাড় গ্রামে দুই মাস আগে স্টোক করে মৃত্যু সজ্জায় বিছানায় পড়ে থাকা মুহিদুলের মায়ের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। এছাড়াও, দিনাজপুর জেলার বিড়ল উপজেলা থেকে আসা এক বাকপ্রতিবন্ধীকে নগদ আর্থিক সহযোগিতা দেন আনোয়ার হোসেন উজ্জ্বল।

৩১ দফা বাস্তবায়নে জনসংযোগ ও আগামী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আব্দুস সাত্তার বলেন— বিগত ৫৪ বছরে বাঘা চারঘাট মানুষ বিএনপি থেকে এমপি প্রার্থী পায়নি, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আমাকে যদি ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়, তাহলে বিপুল ভোটে জনগণ আমাকে জয়যুক্ত করবেন, আমি মাঠে নেমেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে, আমি চেষ্টাকরে যাচ্ছি বিএনপির ঘোষিত ১ থেকে ৩১ দফা পর্যন্ত সাধারণ মানুষকে বোঝানোর জন্য, এতে জনগণের ব্যপক সাড়া পাচ্ছি, আমি একজন বিএনপির কর্মী মাঠে নেমেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশের রূপরেখা রাষ্ট্রকাঠামো মেরামতের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে।

তিনি আরো বলেন, আমি দেশকে ভালোবসি,আমার প্রাণের সংগঠন বিএনপি আমার যোগ্যতা,কাজের দক্ষতা,দলের প্রতি আমার অবদান, মানবসেবা, সামাজিক উন্নয়ন, শান্তি এবং দলকে শক্তিশালী করার কথা বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিলে জনগণের প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত হবো বলে আশাবাদী। আমি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে বাঘা ও চারঘাট ব্যাপক উন্নয়ন করা হবে।
সবশেষে বাঘা চারঘাট রাজশাহী সহ সারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *