রাতের আকাশে ভেসে উঠলো ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে পালিত হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো’র মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এরপর জুলাইয়ের গান গেয়ে শোনান শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল- রেপার কালেক্টিভ ও আর্টসেল।

জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হয় জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক মনোমুগ্ধকর ‘ড্রোন শো’। শোতে ‘নাটক কম করো পিও’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস উইল বি সার্ভড্’ সহ নানা লেখায় শিক্ষার্থীদের প্রতিরোধ ও ত্যাগের কথা স্মরণ করা হয়।

এ সময় নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, স্টেট, ইউডা, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, ইউআইটিএস-সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ও বিশিষ্টজন এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *