রামপুরায় ঝুলন্ত ছাত্রকে গুলি করার ঘটনায় অভিযোগপত্র দাখিল

রাজধানীর রামপুরায় আন্দোলনের সময় ভবনের কার্নিশে ঝুলন্ত অবস্থায় থাকা এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) প্রসিকিউশন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফরুক আহমেদ ও সাইমুম রেজা তালুকদার ICT প্রসিকিউটরের দপ্তরে এ অভিযোগপত্র দাখিল করেন।

এই মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

ঘটনার বিবরণ

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থী আমির হোসেন আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে পড়ে যান। পুলিশ তখন হঠাৎ করে গুলিবর্ষণ শুরু করে।

বাঁচার জন্য আমির একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় উঠে আশ্রয় নেন। পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া করে ওই ভবনের চতুর্থ তলায় ওঠে এবং আমিরকে বন্দুক তাক করে বারবার নিচে লাফ দিতে বলে।

একপর্যায়ে এক পুলিশ সদস্য ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। আতঙ্কে আমির ভবনের রড ধরে ঝুলে পড়েন। এরপর তৃতীয় তলা থেকে এক পুলিশ সদস্য আমিরকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়ে, যার কয়েকটি তার পায়ে বিদ্ধ হয়।

পরে পুলিশ সেখান থেকে সরে গেলে আমির তৃতীয় তলায় লাফিয়ে পড়ে এবং রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকেন। প্রায় তিন ঘণ্টা পর এক শিক্ষার্থী ও দুইজন চিকিৎসক তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভাগ্যক্রমে আমির হোসেন প্রাণে বেঁচে যান।

এছাড়া, ওই দিন একই এলাকায় আরও দুইজনকে হত্যার ঘটনায়ও অভিযুক্তদের দায়ী করা হয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *