গণমঞ্চ ডেস্ক
রাশিয়ার জরুরি বিভাগ জানিয়েছে, রোববার সকালে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের কারণে কামচাটকা উপদ্বীপের তিনটি জেলায় ক্ষুদ্র সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের মাত্রা ৬.৮ বলে জানালেও, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এবং প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এই ভূমিকম্পের মাত্রা ৭.০ বলে জানিয়েছে।
কামচাটকা সুনামি সতর্কতা ও পর্যবেক্ষণ কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে:
“প্রশান্ত মহাসাগরে সংঘটিত ভূমিকম্পের ফলে কামচাটকার আলেউতিয়ান মিউনিসিপাল জেলা ১৯ সেন্টিমিটার (৭.৫ ইঞ্চি), উস্ত-কামচাটস্কি জেলা ১৫ সেন্টিমিটার এবং পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর জেলা ৩ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউয়ের মুখে পড়তে পারে।”
তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে হাওয়াই দ্বীপপুঞ্জের জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এটি এক সপ্তাহের মধ্যে রাশিয়ার কাছাকাছি অঞ্চল থেকে দ্বিতীয় ভূমিকম্পের খবর।
Source: Mahima Kapoor (with Reuters)