জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৯ জুলাই ২০২৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায়, সে বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে।”
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, “শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে এবং তাদের পরিবারের দুঃখ-দুর্দশা সমাজের সামনে তুলে ধরতে হবে। এই ক্ষেত্রে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
গুজব ও অপতথ্যের ব্যাপকতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “বর্তমান সময়ে গুজব ও অপতথ্য প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। তথ্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।
আলোচনাসভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।