শিক্ষক, বাবা-মাকে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানানোর আহ্বান শিক্ষা উপদেষ্টার

গণমঞ্চ প্রতিবেদক

ঢাকা, ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পেছনে শিক্ষক, বাবা-মা—তিন পক্ষেরই বড় অবদান থাকে। তাই এই সাফল্যের কৃতজ্ঞতা স্বরূপ শিক্ষার্থীদের উচিত তাদের শিক্ষক, বাবা ও মাকে একটি করে ফুল দিয়ে ভালোবাসা জানানো।
এমন অনন্য আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) প্রকল্পের আওতায়।

ড. আবরার বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরা আমাদের বড় স্টেকহোল্ডার। শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি সরকারের কাছে উপস্থাপন করুক, তবে সেটা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে হয়। রাষ্ট্রের সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে সুষম বণ্টনের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। এ কাজে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, দেশের অভিভাবকগণ কিছু নির্দিষ্ট নামকরা স্কুলে সন্তানকে ভর্তি করতে হুমড়ি খেয়ে পড়েন। অথচ যদি সব স্কুল মানসম্পন্ন হয়, তাহলে এই প্রতিযোগিতা অনেকটাই কমে যাবে। আমরা এমন শিক্ষাপ্রতিষ্ঠান চাই, যেখানে থাকবে আকর্ষণীয় পরিবেশ, মেধা বিকাশের ক্লাব, খেলাধুলার সুযোগ এবং প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার পূর্ণ সুযোগ। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্যও থাকবে উপযুক্ত ব্যবস্থা।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের অনেক অভিভাবক সন্তানদের কারিগরি শিক্ষায় দিতে অনাগ্রহী। কিন্তু বাস্তবতা হলো—চাকরির বাজারে এখন কারিগরি শিক্ষার বিশাল চাহিদা। তাই অভিভাবকদের মানসিকতা পরিবর্তন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম খবিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ মজিবর রহমান, অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম ও নুজহাত ইয়াসমিন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *