
জয়ের প্রত্যাশা দেখিয়ে ও সফল হতে পারেনি টাইগাররা। অবশেষে শ্রীলঙ্কার সাথে ড্র করে, টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ।
গলে আগে ব্যাট করতে নেমে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা। এতে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। ৬ উইকেটে ২৮৫ রান করে বাংলাদেশ ইনিংস ঘোষণা করলে ২৯৬ রানের লক্ষ্য পায় লঙ্কানরা।জবাব দিতে নেমে পঞ্চম দিনের শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৭২ রান তুলতে পেরেছে স্বাগতিকরা। এতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠে ছাড়ে দুই দল।