সবাইকে ঐক্য বজায় রাখার আহবান জানালেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদ জিয়া। গতকাল ১জুলাই “গণঅভ্যূত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেগম খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়া বলেন- দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা ও খুনের মাধ্যমে গনতন্ত্রকে ধ্বংস করে এক দলীয় শাসন ব্যাবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিলো আওয়ামিলীগ শাসকগুষ্টি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। বেগম জিয়া আরো বলেন- আওয়ামী আমলে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন, তাদের তালিক প্রস্তত করতে হবে। দ্রুত বিচারের ব্যাবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে।
উক্ত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন- জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন সড়ক, স্থাপনা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ নেওয়ার ইচ্ছে আমাদের রয়েছে।
সবশেষে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া সবাইকে ঐক্য বজায় রাখার আহবান জানান।