সিলেট প্রতিনিধি
আজ সোমবার ২৮ শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দেওয়া এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের হুমকি দেওয়ায় অভিযোগে সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন এই কারাদন্ড প্রদাণ করেন।
সোমবার দুপুরে ওই যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয় বলে জানান ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযুক্তরে নাম মাহবুবুর রহমান (৩২), সে উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের সাদীপুর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।
ইউএনও উক্ত বলেন, “মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ একাধিক কর্মকর্তাকে হুমকি, সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন।
“কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুরে হুমকিও দিতেন। সোমবার অফিসে এসে আবার হুমকি দেন মাহবুবুর। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থ ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে ওসমানীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন বলেন, “ওসমানীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও আহ্বায়ক কমিটি দেইনি, এটি ভুয়া। আমাদের কোনও উপজেলাতে কমিটি নেই। হুমকি দেওয়া মাহবুবুরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।