সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ (৫ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “খুলনা থেকে আসা চলন্ত একটি যাত্রীবাহী বাসের বাম পাশের চাকা হঠাৎ ফেটে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১২ থেকে ১৫ জন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে আশপাশের ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”
স্থানীয়রা জানান, তারা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং দেখতে পান যে, রোজিনা পরিবহনের একটি বাস ও রং বহনকারী একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। বাসের কয়েকজন যাত্রী এবং কাভার্ডভ্যানের চালক আহত হন।