সাত শিক্ষকের ৫ পরীক্ষার্থী, তাও ৪ জন ফেল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে রয়েছে ৭ জন শিক্ষক। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৪ জনই ফেল করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসির ফলাফল ঘোষণার পর রাইজিংবিডি এ তথ্য নিশ্চিত হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া ৫ জনের সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন পাস করলেও বাকিরা ফেল করেছে।

শিক্ষকরা জানিয়েছেন, আলাতুলি উচ্চ বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত। এখানকার বেশিরভাগ মানুষ নিম্নআয়ের। ফলে এখনকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি পরিবারের আয়ের কাজে অংশ নিতে হয়। এ সব কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিতি কম থাকায় লেখাপড়ায় ক্ষেত্রে কিছু ঘাটতি রয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদুজ্জামান জানান, এই বিদ্যালয় থেকে এবার ৭ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩ জন ছেলে ও ২ জন মেয়ে। বাকি ২ জন পরীক্ষায় অংশ নেয়নি। এখানে শিক্ষকের সঙ্কট রয়েছে। তাছাড়া এখানকার মেয়েদের বাল্য বিয়ে হয়। ছেলেরা ক্লাসে উপস্থিত হতে চায় না। যার কারণে প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ হয়েছে।

তিনি আরো জানান, তাদের বিদ্যালয়টি এমপিওভুক্ত। ৭ জন শিক্ষক রয়েছে। দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ফলে বিদ্যালয়ে ইংরেজি পাঠদান ব্যাহত হচ্ছে। আগামীতে বিদ্যালয়ে পড়ালেখার বিষয়ে আরো নজর দেয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে চাঁপাইনববাগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, এবারের এসএসসি পরীক্ষায় যেসব বিদ্যালয়ে ফলাফল খারাপ হয়েছে, তাদের পড়ালেখা ও শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং করা হবে। ঝরেপড়া শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে আলাদাভাবে শিক্ষার সুযোগ করে দেয়া হবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম মোফাখাখারুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষার ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *