সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের টায়ার বিস্ফোরণে নি’হত ১

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের টায়ার বিস্ফোরণে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আজ (৩১ জুলাই) সকালে রুটিন রক্ষণাবেক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুম্মান (২২), তিনি সিলেট শহরের তিলাপাড়া এলাকার বাসিন্দা।
আহত এনামুল (২৫) সিলেটের মহালদিগ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান,
“রুম্মানকে দ্রুত রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান,
“আহত এনামুল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।”

সিলেট বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন,
“এই ঘটনায় কোনো বিমান বা বিমানবন্দর অবকাঠামোর ক্ষতি হয়নি।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কন্ট্রাক্টর প্রতিষ্ঠান Sunrise Enterprise-এর কর্মীরা নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের টায়ার পরিবর্তনের কাজ করছিলেন।
টায়ারটি খুলে ফেলার শেষ ধাপে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং দুই শ্রমিক আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *