সুনামগঞ্জের পরিবহনশ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের দ্বন্দ্ব ও মারামারির জেরে রবিবার (৩ আগস্ট) বিকেলে শ্রমিকদের অবরোধ শেষে এবার জেলার সব দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন পরিবহন শ্রমিকরা। এই ঘোষণায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন।

রবিবার সন্ধ্যায় এই ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক। এদিকে দূরপাল্লার বাস ধর্মঘটের আহ্বানের পর সুনামগঞ্জ থেকে সিলেট-ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।জানা যায়, রবিবার সকালে গাড়িতে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সঙ্গে ঝগড়া হয় বাসের হেলপার ও চালকের।

এ নিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এর জেরে বিকেল ৩টার পর দুই ঘণ্টারও অধিক সুনামগঞ্জ বাসস্টেশনে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিলেও সন্ধ্যার পর অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেন। এরপর থেকে সুনামগঞ্জের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে।

এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দুই শিক্ষার্থীর সঙ্গে এক বাসের হেলপার খারাপ আচরণ করে। তাদেরকে মারধর করে। এনিয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূরুল হক বলেন, যারা আমাদের হেলপারকে মারধর করেছে, গাড়ি ভাঙচুর করেছে তাদের গ্রেপ্তার করেছে, কারান্তরীণ গাড়িচালক দিলোয়ারকে মুক্তি ও সিএনজি পরিবহন শ্রমিক নেতা আনোয়ারের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছি। আমাদের দাবি পূরণ না হলে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রথমে অবরোধ প্রত্যাহার করিয়েছি। এখন তারা বাস ধর্মঘটের ডাক দিয়েছেন। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *