কুষ্টিয়ার ভেড়ামারায় এক নারীকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
রবিবার দুপুরে ওই নারীর স্বামী ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার নারীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: মোসেলেমপুর গ্রামের কালু প্রামাণিক (৪৬), শোলদাগ গ্রামের মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), ইজাজুল (৪২) এবং রুবেল আলী (২৪)।
কুষ্টিয়া জেলা পুলিশের সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্থানীয় একটি হোটেলে রাঁধুনির কাজ করতেন। শনিবার রাত ১০ঃ৩০ মিনিটের দিকে স্বামীর সঙ্গে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি।
পথে ছয়-সাতজন দুর্বৃত্ত তাদের গতি রোধ করে। তারা ভ্যানচালক ও স্বামীকে মারধর করে এবং স্বামীকে বেঁধে ফেলে। এরপর ওই নারীকে রাস্তার পাশে একটি লিচু বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
খবর পাওয়ার পর ভেড়ামারা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ভুক্তভোগী নারী ও তার স্বামীকে নিরাপত্তার জন্য হেফাজতে নেয়।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, প্রাথমিক তদন্তে তিনজনের দ্বারা ধর্ষণের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিদের আদালতে হাজির করা হবে।