হাজী এয়ার ট্রাভেলস লিমিটেডের বিবৃতি: ফ্লাইট এক্সপার্ট বন্ধের ঘটনায়

মোঃ রফিকুল ইসলাম, ঢাকা (পল্টন থেকে)

সাম্প্রতিক সময়ে ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশ (FEBD) লিমিটেড বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড একটি বিবৃতি দিয়েছে।

হাজী এয়ার ট্রাভেলস কর্তৃপক্ষ জানিয়েছে, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের জন্য ইস্যু করা কোনো টিকিট হাজী এয়ার ট্রাভেলস বাতিল বা রিফান্ড করেনি। উল্টো, FEBD লিমিটেড আমাদের প্রতিষ্ঠানের কাছে বিপুল অঙ্কের অর্থ পাওনা রেখেছে এবং অন্যান্য ভুক্তভোগীদের মতো আমাদেরও না জানিয়ে পালিয়ে গেছে।

এই ঘটনায় হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে (নং ২৪৭, তারিখ ০৪-০৮-২০২৫)। প্রতিষ্ঠানটি জানায়, “আমরাও আমাদের শিল্পের অন্যান্য সদস্যের মতো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। তবে আমরা এ শিল্পের সুনাম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

হাজী এয়ার ট্রাভেলসের পক্ষ থেকে আরও জানানো হয়, “আমরা অনুরোধ করছি, যারা FEBD থেকে কিনে আমাদের (HAJI AIR/ATA) মাধ্যমে ইস্যু করা টিকিট সংগ্রহ করেছেন, তারা যথাযথ কাগজপত্রসহ আমাদের অফিসে যোগাযোগ করুন। আমরা বিষয়টি যথাসাধ্য সমাধানে সচেষ্ট থাকব।”

প্রতিষ্ঠানটির দাবি, সাম্প্রতিক কিছু বিভ্রান্তিকর প্রচার ও সামাজিক মাধ্যমে অপপ্রচার তাদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক এন. সি. বৈরাগী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে এই খাতে ব্যবসা করে আসছি। যাত্রীদের টিকিটের অর্থ নিয়ে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে যারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে, যেন প্রকৃত ঘটনা অনুসন্ধান করে যথাযথ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ করা হয় এবং কোনো নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *