১৯৯০ সালের বিশ্বকাপজয়ী ফ্রাঙ্ক মিল মারা গেছেন, বয়স ছিল ৬৭
পশ্চিম জার্মানির হয়ে ১৯৯০ সালের ফুটবল বিশ্বকাপজয়ী দলটির সদস্য ফ্রাঙ্ক মিল মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৭ বছর। মঙ্গলবার (৫ আগস্ট) তাঁর প্রাক্তন ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ এবং রট-ওয়াইস এসেন এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ফ্রাঙ্ক মিল মে মাসে গুরুতর হার্ট অ্যাটাকের পর থেকে অসুস্থ ছিলেন, এবং সেই ধাক্কা থেকে তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি।
তিনি পশ্চিম জার্মানির হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ছিলেন ১৯৯০ বিশ্বকাপ দলের সদস্য, যদিও ইতালিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে তিনি মাঠে নামেননি।
মিল ১৯৮৮ সালের সিওল অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী দলের সদস্য ছিলেন এবং বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে জার্মান কাপ জিতেছিলেন।
তাঁর নিজ শহরের ক্লাব এসেন এক বিবৃতিতে মিলকে ‘একজন কিংবদন্তি’ এবং ‘দেশজুড়ে ফুটবলের দূত’ বলে অভিহিত করেছে।
ফ্রাঙ্ক মিল হলেন ১৯৯০ বিশ্বকাপজয়ী জার্মান দলের দ্বিতীয় সদস্য যিনি ইন্তেকাল করলেন। এর আগে, আন্দ্রেয়াস ব্রেমে, যিনি সেই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন, চলতি বছরই মারা যান।