৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন শাহরুখ খান ‘জওয়ান’ ছবির জন্য

বলিউডের কিং খান শাহরুখ খান ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Award) অর্জন করেছেন। তিনি ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার (Best Actor) পুরস্কার লাভ করেন।

গতকাল (১ আগস্ট) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করা শাহরুখ খান গত তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিনেতাদের একজন হলেও, এতদিন জাতীয় পুরস্কার তার অর্জনের তালিকায় ছিল না।

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’-এর মতো সমালোচক প্রশংসিত ছবিতে অভিনয় করেও এতদিন জাতীয় পুরস্কার তার ভাগ্যে জোটেনি।

অবশেষে, আতলির পরিচালনায় নির্মিত ‘জওয়ান’ ছবির জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। ছবিটি যেমন বক্স অফিসে সফল ছিল, তেমনি শাহরুখের পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।

শাহরুখ খানের সঙ্গে ভিক্রান্ত ম্যাসি যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ভিক্রান্ত ‘১২থ ফেইল’ (12th Fail) ছবিতে সিভিল সার্ভেন্ট মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন।

এছাড়াও, রানি মুখার্জি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee vs Norway) ছবিতে এক মায়ের চরিত্রে আবেগঘন অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ সালে সার্টিফায়েড হওয়া ছবিগুলোর মধ্যে থেকে প্রদান করা হয়। এ বছর ৩৩২টি ফিচার ফিল্ম, ১১৫টি নন-ফিচার ফিল্ম, ২৭টি বই এবং ১৬ জন চলচ্চিত্র সমালোচকের কাজ বিবেচনায় নেওয়া হয়।

পুরস্কার বিজয়ীদের বাছাই করেন ভারতের চলচ্চিত্র উৎসব অধিদপ্তর কর্তৃক নিযুক্ত স্বাধীন বিচারক প্যানেল।

উল্লেখ্য, শাহরুখ খান এর আগে ভারতের পদ্মশ্রী এবং ফ্রান্সের লিজিয়ন অব অনার সহ বহু আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবার তার ক্যারিয়ারে নতুন একটি মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *