৫ আগস্ট, ভক্তদের সঙ্গে কেঁদেছিলেন মেসিও

সালটা ২০২১, সময় যত গড়াচ্ছে বার্সেলোনায় মেসির অধ্যায় সমাপ্ত হওয়ায় সম্ভাবনা ততই বেড়ে যাচ্ছে। কারণ, প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরো ঋণের বোঝা কাঁধে নিয়ে দলের সর্বকালের সেরা তারকা মেসির সঙ্গে নতুন চুক্তিতে যাওয়া অসম্ভব ছিল কাতালান ক্লাবটির জন্য। এর সঙ্গে যোগ হয় লা লিগার কঠোর আর্থিক বিধিনিষেধ।

তাই হাজার হাজার বার্সা ভক্তের ভালোবাসা উপেক্ষা করেই নতুন মৌসুম শুরুর আগ মুহূর্তে বার্সা ছাড়ার ঘোষণা দেন লিওনেল মেসি। ২০২১ সালের ৫ আগস্ট এই ঘোষণা নিজের মুখে দেওয়াটা মোটেও সম্ভব ছিল না। সেদিন ভক্তরা যেমন কেঁদে ছিলেন, তেমন নিজের আবেগকেও সামলাতে ব্যর্থ হয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা।

সেখানে তিনি স্পষ্ট জানান, তিনি যেতে চাননি, বরং ক্লাব রাখতে পারেনি। সেই মুহূর্ত ছিল বার্সেলোনার ইতিহাসের এক করুণ অধ্যায়। 

মেসি ২০২০ সালের আগস্টে, ক্লাবের অব্যবস্থাপনায় হতাশ হয়ে ছাড়ার কথা ভাবলেও থেকে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ২০২১ সালে, ক্লাবের অর্থনৈতিক পতনের মুখে, তার বিদায় নিশ্চিত হয়। ২০২১ সালের ৫ আগস্ট ক্লাবের এই ব্যর্থা প্রকাশ্যে এনেছিলেন।

অনেক রিপোর্টে বলা হয়েছিল মেসি নতুন চুক্তিতে রাজি হয়েছিলেন এবং বেতন কমাতেও প্রস্তুত ছিলেন, কিন্তু বার্সেলোনার ব্যাপক ঋণ ও লা লিগার কঠোর আর্থিক বিধিনিষেধ তার বাধা হয়ে দাঁড়ায়।

সেসময় বার্সেলোনার ঋণ দাঁড়ায় প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরো এবং বেতনের পরিমাণ ক্লাবের আয়ের ১০৩ শতাংশ ছাড়িয়ে যায়। এই অবস্থা মেসিকে নতুন চুক্তির আওতায় আনতে অসম্ভব করে তোলে।

এরপরই বিলুপ পরিমান অর্থের বিনিময়ে পিএসজিতে পাড়ি জমান মেসি। সেখানেও বেশিদিন থাকেননি তিনি, ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *