
৮ হাজার ডলারে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের নোংরা মোজা
পপ সুপারস্টার মাইকেল জ্যাকসনের পরা একটি মোজা নিলামে আট হাজারেরও বেশি ডলারে বিক্রি হয়েছে। প্রয়াত এই পপ সুপারস্টার মোজাটি ১৯৯০-এর দশকে ফ্রান্সে একটি কনসার্টের সময় পরেছিলেন। ফরাসি নিলামকারী অরোর ইলি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। অরোর ইলি জানান, ১৯৯৭ সালের জুলাই মাসে দক্ষিণাঞ্চলীয় শহর নাইমস-এ কনসার্টের পরে জ্যাকসনের ড্রেসিং রুমের কাছে একজন টেকনিশিয়ান ব্যবহৃত…