ঢাকা কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু!

ঢাকা, ১৭ জুলাই ২০২৫:

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা এক হাজতির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাজতির নাম পলাশ আহমেদ (২৬), পিতা শহীদ উদ্দীন, গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মনোহরপুর (হবির বাড়ী) এলাকায়।

জানা গেছে, হাজতি পলাশ আহমেদ মিরপুর মডেল থানার ৫৪(৫)২৫ নম্বর মামলাসহ পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় এবং আরও তিনটি মামলায় বিচারাধীন ছিলেন। তিনি হাজতি নম্বর ২৪০৩৬/২৫ হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, গত ১১ জুলাই, ১৬ জুলাই এবং সর্বশেষ ১৭ জুলাই – মোট তিনবার “হঠাৎ বুকব্যথা ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার” উপসর্গ দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (DMCH) জরুরি ভিত্তিতে পাঠানো হয়।
প্রতিবারই কারা হাসপাতালের সহকারী সার্জনের লিখিত মিনিট এবং সিভিল সার্জনের অনুমোদনের ভিত্তিতে তাকে হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ ১৭ জুলাই সকালে ফের হাসপাতালে পাঠানো হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢামেকের মৃত্যুর প্রমাণপত্রে উল্লেখ করা হয়েছে—“Brought in Dead, cause of death will be ascertained after post mortem”, অর্থাৎ ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিষয়ে কারা কর্তৃপক্ষ বলছে, নিয়ম মেনেই হাজতিকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *