বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।
শনিবার সকালে প্রকাশিত এক বুলেটিনে আবহাওয়া অফিস জানায়, “রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”
এছাড়া, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় শনিবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে সূর্য অস্ত যাবে এবং রোববার ভোর ৫টা ২২ মিনিটে সূর্যোদয় হবে।