গণমঞ্চ ডেষ্ক-
নোয়াখালীর হাতিয়ায় রিপন চন্দ্র দাস নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের কাজীর বাজারে এ ঘটনা ঘটেছে।
আহত রিপন চরঈশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর ওছখালী থেকে বাড়ি ফেরার পথে কাজীর বাজারে পৌঁছলে হঠাৎ তার মোটরসাইকেলের গতিরোধ করে কামাল মিস্ত্রি ও নবীর ডুবাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগের ১৫-২০ কর্মী। কোনো কিছু বুঝে ওঠার আগেই রড, শাবল, করাত ও হাতুড়ি দিয়ে বেধড়ক পেটায়।’
তিনি আরো বলেন, ‘ঘটনার সময় ওই পথ ধরে যাচ্ছিল নৌবাহিনীর একটি টহল গাড়ি। তাদের দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’
অভিযুক্ত কামাল মিস্ত্রি বলেন, ‘সরকারি খাস জায়গায় আমার একটি ঘর ছিল। সেটি এই বিএনপি নেতার মদতে ভেঙে দিয়েছে প্রশাসন। এ কারণে রিপন দাসকে আঘাত করি।’ নবীর ডুবাই হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না।
জানা গেছে, অভিযুক্ত কামাল ও নবীর ডুবাই চরঈশ্বর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান আবদুল আজাদের অনুসারী। তারা আওয়ামী লীগের হয়ে নানা অপকর্মও করেছে।
হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা আমার দেশকে বলেন, ‘সংবাদ পেয়ে আহত রিপন দাসকে হাসপাতালে দেখে এসেছি। তার পক্ষে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।