রং তুলিতে কেরানীগঞ্জের শিক্ষার্থীদের চোখে জুলা

কেরাণীগঞ্জ থেকে-

ঢাকার কেরানীগঞ্জে “রং তুলিতে আমার চোখে জুলাই” প্রতিপাদ্যে একটি ব্যতিক্রমধর্মী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে।
শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে কেরানীগঞ্জে ৬ শহীদদের স্মরণে উপজেলা চত্বরে ৬টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শহীদ পরিবারের ৬ জনকে ৪টি করে ফলজ ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, পল্লী উন্নয়ন অফিসার তাইবুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের আব্দুর সাত্তার বেগসহ আরও অনেকে।
এই আয়োজনে উপস্থিত অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণে মুগ্ধতা প্রকাশ করেন এবং নিয়মিত এমন আয়োজনে সমর্থনের আশ্বাস দেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *