রাজধানীর গুলশান গোলচত্বরসংলগ্ন উত্তর সিটি কর্পোরেশনের জায়গা ও ময়লার ব্যবসা দখল এবং চাঁদাবাজির অভিযোগে তিতুমীর কলেজ ছাত্রদলের একাধিক নেতাকর্মীকে ধাওয়া ও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার নির্দেশে দীর্ঘদিন ধরে দখল ও চাঁদা দাবি করে আসছিলেন তারা।
আটককৃতরা সবাই সেলিম রেজা ও যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লার ঘনিষ্ঠ। অভিযোগ রয়েছে, তারা বনানী, মহাখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাসিক লাখ লাখ টাকা চাঁদা তুলে আসছেন।
গুলশান থানার ওসি মো. হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বনানী থানাও জানায়, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।